চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দেবে অর্থ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বন্যার্তদের সহায়তায় নিজেদের একদিনের বেতনের টাকা দেওয়ার কথা জানায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট