জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’– এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে আসার কথা ছিল আহমেদ রুবেলের।
উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি নাট্যজীবন শুরু করেন সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে। পরবর্তীতে বহু টেলিভিশন নাটক এবং একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমা জনপ্রিয়তা এনে দেয় আহমেদ রুবেলকে।
পূর্বকোণ/আরআর/পারভেজ