চট্টগ্রাম শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫

ভোটারদের কেন্দ্রে আসতে কোনও চাপ সৃষ্টি হচ্ছে না: সিইসি

অনলাইন ডেস্ক

৪ জানুয়ারি, ২০২৪ | ১১:২১ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কোনও চাপ সৃষ্টি করা হচ্ছে না। দায়িত্বের অংশ হিসেবে ভোটারদের ভোট কেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। বরং ভোটবর্জনকারী পার্টিদের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার চাপ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের অবহিত করেছি, আমরা একটা অ্যাপস তৈরি করেছি। সেখানে ভোট গ্রহণ বিষয়ে দুই ঘণ্টা পর পর আপডেট দেওয়া হবে। এটা সকলেই জানতে পারবেন। স্বচ্ছতা ক্রেডিবিলিটির স্থানটি আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য এই অ্যাপস করা হয়েছে।

এদিকে কূটনীতিকদের ব্রিফিংয়ের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মিডিয়া সেন্টার উদ্বোধন করেন তিনি।
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট