রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড নামে একটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা পাওয়ার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হল, ওই পার্লারের কর্মকর্তা এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান।
তিনি বলেন, একজন নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখা থেকে আটটি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে। তখনই তিনজনকে আটক করা হয়।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছে। গ্রেপ্তার তিনজন ছাড়াও পার্লারের মালিক তসলিমা চৌধুরী কনা আলম ও ফরনাজ আলমের নাম রয়েছে আসামির তালিকায়।
ওসি বলেন, একজন নারী গত মঙ্গলবার উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখায় যান। সেখানে বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখে তিনি মৌখিকভাবে থানায় অভিযোগ করেন। পরে উইমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায় গিয়ে তার অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই নারী মানসিকভাবে ভেঙে পড়ায় নিজে মামলা করেননি। থানার এসআই একরাম আলী বাদী হয়ে মামলা করেছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ