চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাল শুভ বড়দিন, গির্জায় প্রার্থনা শুরু

অনলাইন ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩ | ৬:৪০ অপরাহ্ণ

বিশ্বব্যাপী সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) উদযাপন হবে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিন বেথেলহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন।

 

এদিকে দিবসটি উদযাপনের অংশ হিসেবে রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই গির্জায় প্রার্থনা শুরু করেছেন যীশুর অনুসারীরা।

 

খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

 

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে এ দিনটি উদযাপন করবেন। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহারে এদিন মেতে উঠবে শিশুরা।

 

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এছাড়া রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট