চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ৩০ দিনে ডেঙ্গুতে মারা গেলেন ২৭৪ জন। চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২২।

এক দিনে ৮৭৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭১৬। দেশে এরই মধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরোনো সব রেকর্ড ভেঙে গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজধানীর চেয়ে দ্বিগুণ রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরে এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৭ হাজার ৮৩৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৫৫ জন। এ বছর মৃত ১ হাজার ৬২২ জনের মধ্যে নারী ৯৩০ ও পুরুষ ৬৯২ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬৮৫ জন এবং রাজধানীতে ৯৩৭ জন। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪৪ জন এবং রাজধানীর বাইরের ৭৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৯। রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০৮ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫৭১ জন। চলতি বছরে এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৯১৭ জন এবং নারী ১ লাখ ২৪ হাজার ৯৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট