চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি পেছালো

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

আপিল বিভাগের একজন বিচারপতি অসুস্থ থাকায় ২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে শুনানি পেছানো হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে এ আপিল শুনানি হওয়ার কথা ছিল।

 

এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। পরে রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করে আপিল বিভাগ।

 

আদালতে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এছাড়া রাষ্ট্রপক্ষে রয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ।

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ জন সদস্য শপথ নেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে তারা শপথ নিয়েছেন অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেন বিএনপিপন্থি আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট।

 

পূর্বকোণ/মাহমুদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট