চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে প্রায় ২ কোটি টাকার সোনা জব্দ, আটক দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক

৯ জানুয়ারি, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে এক কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৭৩৯ টাকার সোনার বিস্কুটসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী একটি বাস থেকে এই সোনা জব্দ করা হয়। আটককৃতরা হলেন বাস চালক মোহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর মোহাম্মদ ওমর ফারুক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএফ।

 

বিএসএফ সূত্র দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে লিখা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি পেট্রাপোল সীমান্তে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই বাস থেকে ৩০টি সোনার বিস্কুট জব্দ করা হয়।

 

ফরহাদ ও ফারুক জানিয়েছে, সোনার বিস্কুট তারা ঢাকার এক চোরাকারবারির কাছ থেকে নিয়ে কলকাতার নিউ মার্কেটে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এজন্য তাদের ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

পূর্বকোণ/আরএ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট