চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে সিত্রাং : দুর্যোগ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এটি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং বাংলাদেশে আঘাত হানবে। উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে। সবচেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালীতে। সিত্রাং ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই।

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম এবং কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলো বিশেষ করে মহেশখালী, সন্দ্বীপ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব জায়গা থেকে লোক সরানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে আমাদের মানবিক সহায়তা পৌঁছে গেছে।

১৩টি জেলার মধ্যে রয়েছে- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী। অর্থাৎ চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট