চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

৩ সেপ্টেম্বর, ২০২২ | ৭:০৬ অপরাহ্ণ

বেতন বৃদ্ধির পর চা শ্রমিকদের জন্য আরও ভালো খবর জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চা শ্রমিকসহ ভ্যালি নেতা ও চা বাগানের সব পঞ্চায়েতরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে টানা ১৯ দিন আন্দোলনের পর গত ২৮ আগস্ট চা-বাগানে কাজে যোগ দেন শ্রমিকরা। তার আগে ২৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগান মালিকদের সঙ্গে বসে শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।

তবে চা-শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট