চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

চাপ কমাতে ‘ঘ’ ইউনিট তুলে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২২ | ১১:০১ অপরাহ্ণ

পরীক্ষার্থীদের চাপ কমাতে বিভাগ পরিবর্তনের ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় আগে নেয়া এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

গণমাধ্যমকে তিনি বলেন, “আমরা বাড়তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চাপ বাড়াতে চাই না। সেজন্য ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আর নেব না।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাড়তি পরীক্ষা না নিয়ে কীভাবে ইউনিট ও বিভাগ পরিবর্তন করা যাবে, সেটা নীতিমালা ঠিক করতে ডিন সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের অগাস্টে ডিনস কমিটির সভায় ঘ ইউনিট তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষকদের একটি অংশের বিরোধিতার মধ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হয়নি।

সোমবার ভর্তি কমিটির সভায় নেয়া এ সিদ্ধান্ত এখন যাবে একাডেমিক কাউন্সিলে; সেখানে পাস হলে চূড়ান্তভাবে উঠে যাবে ঘ ইউনিটের পরীক্ষা।

এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ’ক’ ইউনিটে, মানবিকের শিক্ষার্থীদের ‘খ’ ইউনিটে, বাণিজ্যের শিক্ষার্থীদের ‘গ’ ইউনিট, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ’ঘ’ ইউনিট এবং চারুকলার জন্য ’চ’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো।

আগে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তন করতে পারতেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ২০২১-২২ সেশন থেকে ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উঠিয়ে ’ক’, ’খ’ ও ‘গ’ ইউনিটের উত্তীর্ণদের মধ্য থেকে ইউনিট ও বিভাগ পরিবর্তনের সুযোগ করে দেওয়া হবে।

”বাড়তি জটিলতা ছাড়া শিক্ষার্থীরা কীভাবে ইউনিট ও বিভাগ পরিবর্তন করতে পারবে, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। এজন্য একটা নীতিমালা লাগবে, ডিনরা সেটা তৈরি করবেন।”

নিজে বিজ্ঞান বিভাগ থেকে পাস করে ইসলামের ইতিহাসে পড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বিভাগ পরিবর্তনের জন্য বাড়তি পরীক্ষাটা ছিল না। এ পরীক্ষা ছাড়াই বিভাগ পরিবর্তন করা যেত। খবর বিডিনিউজের।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট