চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার মরল সিংহী

অনলাইন ডেস্ক

৩ ফেব্রুয়ারি, ২০২২ | ৭:৪৮ অপরাহ্ণ

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ বছর বয়সী এক আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রাণীটির মৃত্যু ঘটে। এ নিয়ে চলতি মাসেই সাফারি পার্কটিতে ১৩টি প্রাণীর মৃত্যু হলো।

পার্কের একজন কর্মকর্তা জানান, গত বছরের ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল আলমের পরামর্শ মোতাবেক সিংহীটিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায়।

তিনি জানান, সর্বশেষ, গত বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিংহীটির পা কাঁপতে থাকে। পরে পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেটির চিকিৎসা দেন। কিন্তু বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আবারও প্রাণীটির চিকিৎসা দেন। কিন্তু বেলা ১টায় সিংহীটির মৃত্যু হয়।

তবে এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট