চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

করোনা চিকিৎসায় বড়ির অনুমোদন, দেশেই হবে তৈরি

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২১ | ১২:২২ পূর্বাহ্ণ

করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল বড়ির অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দেশেই উৎপাদনের জন্য কয়েকটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে এরই মধ্যে অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন।

তিনি বলেন, দেশে করোনা চিকিৎসায় মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দিয়েছে। তবে শুধু ১৮ বা এর বেশি বয়সীদের জন্য কোভিড চিকিৎসায় এই বড়ি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার। এর একদিন পরই কোভিড চিকিৎসায় নিজেদের উৎপাদিত মুখে খাওয়ার (অ্যান্টি-ভাইরাল) ক্যাপসুলকে ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোভিড টিকা প্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার।

 

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট