চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

র‌্যাগ-ডে নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে ভুল তথ্য ছিল: উপাচার্য

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ৪:০৮ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো র‌্যাগ-ডে নিষিদ্ধের সংবাদ বিজ্ঞপ্তিতে অসাবধানতাবশত ভুল তথ্য ছিল বলে আরও একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে পাঠানো হয়েছে এ প্রেস বিজ্ঞপ্তি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের বিজ্ঞপ্তিটি অসাবধানতাবশত পাঠানো হয়েছিল। তথ্যটি ভিন্নভাবে উত্থাপিত হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল র‌্যাগ-ডে পালন নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাঙ্ক্ষিত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনও আচরণ যাতে সংঘটিত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখতে বলা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ক্যাম্পাসে র‌্যাগ-ডে নিষিদ্ধ করা হয়নি। ভুল-বোঝাবুঝি ও অসাবধানতার কারণে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তথ্যটি ভুলভাবে গণমাধ্যমে গিয়েছিল৷ মূলত শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে কীভাবে আরও সুন্দর, নান্দনিক ও ভালো করা যায়, তার একটি নীতিমালা তৈরির জন্যই একটি কমিটি করা হয়েছে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট