চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

যুগ্ম সচিব পদে একদিনেই পদোন্নতি পেল ১২৩ কর্মকর্তা

সাধারণ ছুটি বাড়ছে ১ মে পর্যন্ত!

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২০ | ৭:৫১ অপরাহ্ণ

মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্ত প্রস্তাবটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের সভার সারাংশ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। সেখানে সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছি। সাধারণ ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর। করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলছে।

উল্লেখ্য  মঙ্গলবার (২১ এপ্রিল) পযর্ন্ত  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০ জনের।  আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৮২ জনে।

পূর্বকোণ-আরজি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট