চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুক্রবার সন্ধ্যার মধ্যেই ঢাবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২০ | ৩:৩০ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৯ মাচ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে যেন শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ দিয়েছে হয়েছে। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও আগে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ২৮ মার্চ পর্যন্ত, এখন সেটা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নেয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ১৭ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ জনে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরো তিন রোগী শনাক্ত হয়েছেন; তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট