চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন ব্যবহারের নির্দেশনা চেয়ে রিট

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:০২ অপরাহ্ণ

২১ ফেব্রুয়ারির পাশাপাশি বাংলা মাসের ৮ ফাল্গুন তারিখটিও ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দেশের সব সরকারি-বেসরকারি পর্যায়ে নথিপত্র, আমন্ত্রণপত্রসহ সব ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি লেখার পাশাপাশি ৮ ফাল্গুন ও বাংলা সন লেখার নির্দেশনা চেয়ে এ আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চুয়াডাঙ্গার বাসিন্দা নসকর আলীর পক্ষে আইনজীবী মনিরুজ্জামান লিংকন রিটটি দায়ের করেন।

রিটে সব সরকারি-বেসরকারি পর্যায়ে ২১ ফেব্রুয়ারির সঙ্গে বাংলা সনের ৮ ফাল্গুন তারিখ ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশা চাওয়া হয়েছে। পাশাপাশি ওই তারিখটি ব্যবহার করতে বিবাদীর নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আরজি জানানো হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট