চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শেলু বড়–য়া ইউটিউবে আত্মপ্রকাশ

১৮ জানুয়ারি, ২০২০ | ২:২৪ পূর্বাহ্ণ

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী এবং সরকারি সংগীত কলেজের নজরুল সংগীতের শিক্ষক শেলু বড়–য়া দেশে এবং বিদেশে নজরুল সংগীত শিক্ষার্থীদের জন্য “নজরুল সংগীত আদি সুরে” শিরোনামে একটি ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ করেছে। এটি নজরুল সংগীত আদি সুরে শেখার একটি শিক্ষা কার্যক্রম। সুর-বাণী বিকৃতি রোধ এবং আদি সুরে নজরুল সংগীত সহজে শেখানোর উদ্দেশ্যে শেলু বড়–য়ার এই প্রয়াস। বিশেষ করে দেশে এবং বিদেশে নজরুল শিক্ষার্থী যারা সরাসরি নজরুল সংগীত শিক্ষক পান না তাদের জন্য তিনি এই চ্যানেলটি প্রকাশ করতে যাচ্ছেন। এ ধরনের আদি সুরে নজরুল সংগীত শেখানোর কার্যক্রমের ইউটিউব চ্যানেল বাংলাদেশে প্রথম। এর ফলে শিক্ষার্থীরা সহজে এই চ্যানেলের মাধ্যমে নজরুল সংগীত আদি সুরে শিখতে পারবেন। ২০টি গান দিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে ২০০টি গান আপলোড করার ইচ্ছা প্রকাশ করেন। প্রতিটি গান ১০ থেকে ১৫ মিনিটে থাকবে গানসহ গানের ইতিহাস এবং ইলাশট্রেশন। হারানো হিয়ার নিকুঞ্জ পথে, মুসাফির মোছরে আঁখি জল, আমার যাবার সময় হল সহ ২০টি গান দিয়ে শেলু বড়–য়া তার চ্যানেলের যাত্রা শুরু করছেন। তিনি জন্মসূত্রে চট্টগ্রামের অধিবাসি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট