চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সম্মিলিত আবৃত্তি জোটের দুইদিনের কর্মশালা

মুজাহিদুল ইসলাম

৯ নভেম্বর, ২০১৯ | ৩:৫৮ পূর্বাহ্ণ

সম্প্রতি নগরীর শিল্পকলা একাডেমিতে শেষ হলো দুইদিনের উচ্চতর আবৃত্তি কর্মশালা। চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলোর যূথবদ্ধ পথচলার প্রাচীনতম মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম-এর আয়োজনে দুইদিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছে জোটভুক্ত সংগঠন সমূহের নির্বাচিত সদস্যরা।
২৫ অক্টোবর সকালে দুইদিনের এ আয়োজনের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন বরেণ্য ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক। সম্মিলিত আবৃত্তি জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন জোটের সভাপতি অঞ্চল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কর্মশালার সমন্বয়কারী আলী প্রয়াস। এসময় উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের, সাইফ চৌধুরী, প্রণব চৌধুরী, শাহরীয়ার তানজিম, জেবুন নাহার শারমিন, অনির্বান চৌধুরী, শাহেদুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল প্রমুখ। এর আগে গতকাল কর্মশালার সমাপনী দিনে কবিতার নান্দনিক বোধ ও নন্দনতত্ব, আবহ মঞ্চ ও আলোক পরিকল্পনা বিষয়গুলোতে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহিবুল আজিজ এবং নাট্যজন মাঈনুদ্দীন কোহেল।

কর্মশালায় অংশ নিয়েছে জোটভুক্ত সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, দৃষ্টি চট্টগ্রাম, তারুণ্যের উচ্ছ্বাস, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, স্বপ্নযাত্রী আবৃত্তি সংগঠন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্র এবং পান্ডুলিপি আবৃত্তি দলের শতাধিক সদস্য।

উল্লেখ্য কর্মশালার প্রথম দিন ২৪ অক্টোবর বিকেল ৪টায় দুইদিনের এ আয়োজনের উদ্বোধন করেন দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। উদ্বোধনী পর্বের পর মুক্তবুদ্ধির চর্চা ও আবৃত্তির সাংগঠনিক চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও আবৃত্তিশিল্পী মাছুম আহমেদ এবং আবৃত্তির প্রযোজনা ভাবনা বিষয়ক প্রশিক্ষন দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়–য়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট