চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ইরান নিয়ে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে হুঁশিয়ারি রাশিয়ার

২০ জানুয়ারি, ২০২০ | ৩:৩৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বিষয়ে বিশ্বের প্রভাবশালী তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সতর্কতামূলক হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। পরমাণু ইস্যুতে ইউরোপের এ তিন দেশ ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষপূর্ণ পথ বেছে নিতে যাচ্ছে সে ব্যাপারে এই হুঁশিয়ারি বার্তা।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ইউরোপকে এ সতর্ক বার্তা দিয়েছেন।
তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পথ বেছে নেয়ার ব্যাপারে আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে সতর্ক করে বলেছি, এই ধরনের পথ বেছে নিলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে বেশি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট