চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চীনা প্রেসিডেন্টকে ‘শিট হোল’ বলে ক্ষমা চাইলো ফেসবুক

২০ জানুয়ারি, ২০২০ | ৩:৩৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সফরের দ্বিতীয় দিনে শনিবার মায়ানমারের নেত্রী আং সাং সুচির সঙ্গে একটি নৈশভোজে যোগ দেন। সেই সময়েরই একটি ছবি আং সাং সুচি তার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করতেই শুরু হয়েছে বিতর্ক। ছবিটির ক্যাপশনে বার্মিজ ভাষায় লেখা হয়েছিল ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং‘র সম্মাননায় এই ডিনার’।

তবে ফেসবুকে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদ করতেই ঘটল বিপত্তি। অনুবাদে চীনা প্রেসিডেন্টের নাম উল্লেখ করা হয় ‘মি. শিটহোল’ যার অর্থ ‘মল ভর্তি গর্ত’ এবং এই অনুবাদটি পোস্ট করা হয়েছে অং সান সু চি ও তার অফিসের অ্যাকাউন্ট থেকে। যদিও এই ঘটনার পরেই ফেসবুকের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণেই এমন ভুল হয়েছে। এই ত্রুটির জন্যে দুঃখ প্রকাশ করে ফেসবুক শনিবারেই একটি বিবৃতিতে দিয়েছে এবং ভুল অনুবাদের জন্যে দোষ দিয়েছে ‘কারিগরি ত্রুটিকে।’

ফেসবুকের একজন মুখপাত্র এন্ডি স্টোন বলেছেন, ফেসবুকে বার্মিজ ভাষা থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে কারিগরি যে ত্রুটি ছিল সেটা আমরা ঠিক করে ফেলেছি। এরকম হওয়া ঠিক হয়নি। এরকম যাতে আবারো না ঘটে সেজন্যে আমি ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট