চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিমালয়ে দুই বাঙালি পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০১৯ | ২:৫১ অপরাহ্ণ

হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায় আরোহণ করতে গিয়ে দুই ভারতীয় পর্বতারোহী মারা গেছেন। তাদের সহযোগিতা দেওয়া হাইকিং কোম্পানিটি বৃহস্পতিবার এ ঘটনা জানিয়েছে।

রয়টার্স জানায়, দুই পর্বতারোহী বিপ্লব বৈদ্য (৪৮) ও কুন্তল কানরার (৪৬) কলকাতার বাসিন্দা।

পিক প্রমোশন হাইকিং কোম্পানির সহায়তায় তারা কাঞ্চনজঙ্ঘা অভিযান শুরু করে। তাদের সঙ্গে থাকা কোম্পানিটির গাইড পাসাং শেরপা জানান, “অভিযান শেষ করেন শৃঙ্গ থেকে নামার সময় বুধবার অসুস্থ হয়ে পড়েন বিপ্লব বৈদ্য। সেখানেই মারা যান তিনি। কুন্তল সর্বোচ্চ চূড়ায় উঠতে গিয়েছিলেন। কিন্তু ৮ হাজার ৫৮৬ মিটার উঁচু এই শৃঙ্গ জয় করে বাড়ি ফেরা হলো না তাদের।’’

নেপালের হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ । এ মাসে স্প্রিং ক্লাইম্বিং সেশনে পুরো পৃথিবী থেকে শত শত পর্বতারোহী শৃঙ্গটি চড়তে নেপালে এসে জড়ো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট