চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কানাডার প্রথম হিন্দু মন্ত্রী অনিতা আনন্দ

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:১২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ৩৭ সদস্যের মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন হিন্দু আইনপ্রণেতা অনিতা আনন্দ। পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অনিতা। সামরিক কেনাকাটা সম্পর্কিত সব বিষয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। অনিতা আনন্দ ছাড়াও তিন শিখ ধর্মালম্বীকেও নিজের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া জাস্টিন ট্রুডো। দেশটির সংবাদমাধ্যম টরেন্টো স্টার এর এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। অনিতা আনন্দ একধারে একজন আইনজীবী, গবেষক ও চার সন্তানের মা। নোভা স্কটিয়ায় জন্ম ও বেড়ে ওঠার পর ১৯৮৫ সালে তিনি অন্টারিওতে চলে আসেন। তিনি কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্সেও স্নাতক নিয়েছেন। এছাড়া ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ল ডিগ্রির পাশাপাশি টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ল সম্পন্ন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট