চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুর্দি ইস্যুতে তুরস্ক-রাশিয়া বৈঠক

২৩ অক্টোবর, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সিরিয়া ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। তুরস্কের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি, পুতিন ও আমি সিরিয়া ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

সিরিয়া ইস্যুতে তুরস্ক কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চুক্তি বা সমঝোতা করবে না বলে আবারও দৃঢ়তা ব্যক্ত করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান বলেন, আমরা কখনও সন্ত্রাসীদের সঙ্গে এক টেবিলে বসব না।

এ ছাড়া অন্য কিছু হতে পারে। এটি আমাদের কাজ নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কিছু তাৎপর্যপূর্ণ বিষয় থাকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধের কিছু নীতি থাকে, সেগুলো প্রয়োগ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট