চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিবেদনে ‘সব দেশেই মেয়েদের জীবনধারণ কঠিন’

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : উন্নত থেকে অনুন্নত যে কোনো দেশই হোক না কেন মেয়ে হয়ে জন্মালে সব জায়গাতেই জীবনধারণ কঠিন।

তবে দরিদ্র দেশে মেয়ে হয়ে জন্মালে জীবনধারণ কঠিন থেকে কঠিনতর হয়। দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ স্বাস্থ্য ও শিক্ষার প্রাথমিক সুবিধাটুকুও পায় না।

এছাড়া বিশ্বের সব দেশেই সমস্যার মুখে পড়তে হয় মেয়েদের। ‘দেশ, জেলা এবং ছেলে ও মেয়ের মধ্যে দূরত্বগুলো এটাই প্রমাণ করে যে উন্নয়নে বিশ্বের বিনিয়োগ প্রত্যেকের কাছে পৌঁছায় না।’
এতে বলা হয়েছে, নারী শিক্ষায় অগ্রগতি সত্ত্বে¡ও সামাজিক রীতি, বৈষম্যমূলক আইন ও নীতি এবং লিঙ্গভিত্তিক সহিংসতার কারণে নারীদের জীবনে সুযোগ-সুবিধা
সীমিত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট