চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিজবুল্লার নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে সব ধরনের যুদ্ধজাহাজ

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা সব ধরনের যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছে হিজবুল্লাহ।
টুইটারের নতুন একটি ছবি পোস্ট করে সেখানে হিজবুল্লাহ বলেছে, এই অস্ত্র সব ধরনের সামরিক যুদ্ধ জাহাজ ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি যুদ্ধ জাহাজে যেসব সেনা থাকবে তাদের সবাই এতে নিহত হবে।

হিজবুল্লাহর এই টুইটার বার্তা ইসরায়েলের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এসব গণমাধ্যম বলছে, হিজবুল্লার এই ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেড় মাস আগে উন্মোচন করা হয়েছে।

২০০৬ সালের যুদ্ধের সময় ইসরায়েলের এই যুদ্ধ জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হিজবুল্লাহ

২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে সময় হিজবুল্লাহর যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট