চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘হংকংয়ের নির্বাহীকে দুই প্রভুর সেবা করতে হয়’

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের একটি রুদ্ধদ্বার বৈঠকের আলোচনা ফাঁস করেছে রয়টার্স। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শহরের রাজনৈতিক সংকট সমাধানসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতার কথা বলেছিলেন তিনি। এক পর্যায়ে ল্যাম বলেছেন, হংকংয়ের প্রধান নির্বাহীকে দুই প্রভুর সেবা করতে হয়। এদের মধ্যে একটি হচ্ছে চীন সরকার এবং অপরটি হংকংয়ের জনগণ।

গত মাসের শেষ দিয়ে অনুষ্ঠিত প্রায় আধা ঘন্টার বৈঠকে ল্যাম ২৪ মিনিট কথা বলেছেন।

আলোচনাকালে ল্যাম উপস্থিত কয়েক জনের নাম উল্লেখ করলেও রয়টার্স তাদের নাম গোপন রেখে পুরো আলাপচারিতা প্রকাশ করেছে।
আলোচনার শুরুতে ল্যাম হংকংয়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘তিন মাসেরও কম সময়ে হংকংয়ের পরিস্থিতি বদলে গেছে এবং আমার জীবনও পাল্টে গেছে। এটি অবশ্য ব্যক্তিগত বেদনা প্রকাশের মুহূর্ত নয়। তবে এরপরও আমি (নাম অপ্রকাশিত) এর সঙ্গে এটা ভাগাভাগি করে নিলাম।’ হংকংয়ের সংকট সমাধানের চাবি তার হাতে আছে বলে জনগণ মনে করে উল্লেখ করে ল্যাম বলেন,‘আমি নিশ্চিত বিপুল সংখ্যক লোক মনে করে আমার কাছে সমাধান আছে, এটা একটি রাজনৈতিক বিষয়।

তবে আমি আপনাদের বলছি এখানেই আসল বিষয়টি লুকিয়ে আছে।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাহীর রাজনৈতিক অবস্থান হচ্ছে, সাংবিধানিকভাবে তাকে দুই প্রভুর সেবা করতে হয়-কেন্দ্রীয় প্রজাতান্ত্রিক সরকার এবং হংকংয়ের জনগণ। এখানে রাজনৈতিক কৌশল খাটানোর জায়গা একেবারেই সীমিত।
কারণ আমাদেরকে সেই ধরণের জাতীয় দৃষ্টিভঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় নি এবং আমি কেবল হংকংয়ের পরিস্থিতি নিয়ে যা অনুভব করি এবং হংকংয়ের আবেগটুকু ধরে রাখতে পারি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট