চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হংকংয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবি গণতন্ত্রপন্থিদের

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক :রাজনৈতিক সংকট উত্তরণে হংকংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন গণতন্ত্রপন্থিরা। রোববার এই দাবিতে তারা হংকংয়ের মার্কিন কনস্যুলেটের কাছে মিছিল করেছে। মিছিলে থাকা অনেকের হাতে ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে হংকংকে রক্ষা করুন,‘হংকংয়ে আবারও মহান করুন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।
১৪ সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থিরা। গত সপ্তাহে চীনপন্থি হিসেবে পরিচিত প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিক্ষোভকারীদের প্রত্যার্পণ বিল বাতিলের প্রধান দাবিটি মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা এবার গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। রোববারের বিক্ষোভ মিছিলে অনেকের হাতে যুক্তরাষ্ট্রের পতাকাও ছিল। বিক্ষোভকারীরা চীন থেকে হংকংকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট