চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব ফটোগ্রাফি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২২ | ১০:৫৫ পূর্বাহ্ণ

আজ ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়। ১৮৩৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট দিনটিকে ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে পালন করে আসছে। শুরু থেকে এখন পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি পালন করা হয়। কোনো কিছু লিখে বা বলে যতো সহজে

প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। আর ফটোগ্রাফি হলো মানুষের একধরনের প্যাসন।

যেভাবে এলো দিবসটি : ১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুয়েরে ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ডাগুয়েরিয়ো টাইপ। বিজ্ঞানী লুই ডাগুয়েরে সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয়েছে। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট সবার প্রথম ফরাসি সরকার দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট