চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইউক্রেনে গোলাগুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ

ইউক্রেনের দিনিপারো শহরের সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ডের এক সৈন্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে এ ঘটনাঘটে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আল–জাজিরা এসব খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দিনিপারো শহরের পিভদেনমাশ মিসাইল কারখানায় বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল গার্ডের ওই সৈন্য কারখানার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত আরও পাঁচজন।

পালিয়ে যাওয়া ওই সৈন্যের সন্ধান করছে পুলিশ। বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ কর্মকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। ঘটনার তদন্তের জন্য ন্যাশনাল গার্ডের এক কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যই এ হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট