চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রেনের দরজায় নারীর চুল আটকে বিপাকে অন্যান্য যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই, ২০১৯ | ১:৫২ অপরাহ্ণ

যাতায়াতে সবচাইতে সহজ ও স্বস্থির যান ট্রেনকে বলা হলেও এই ট্রেনেই যাত্রীদের মুখোমুখি হতে হয় নানা ঘটন-অঘটনের। এমনই এক ঘটনা ঘটেছে লন্ডনে।

লন্ডনের উত্তর-পশ্চিম শাখার টিউব রেলে ১৭ জুলাই (বুধবার) উঠতে যান এক নারী। আচমকা দরজায় চুল আটকাতে যায় তার৷ চোখের সামনে সহযাত্রীর এমন অবস্থা দেখে ভয় পেয়ে যান অনেকেই। সাধের চুল কাটতেও নারাজ ওই নারী। অগত্যা তড়িঘড়ি করে খবর পৌঁছানো হয় চালকের কাছে।

খবর শোনার পরই থামানো হয় ট্রেন। এরপর দরজা খুলে যাত্রীর চুল বের করা হয়। এই ঘটনায় সেই নারী শারীরিকভাবে কোনো আঘাত পাননি বলে কর্তৃপক্ষ স্বস্থির শ্বাস ফেলেন।

তবে হ্যারো এবং ওয়েল্ডস্টোন স্টেশনের মাঝে ঘটা এই বিপত্তির জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ওইদিন প্রায় প্রতিটি ট্রেনই দেরিতে চলে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের।

কর্তৃপক্ষ এ ঘটনায় ওই নারীর অসাবধানতাকে দায়ী করলেও সেই নারী যাত্রীর অভিযোগ, ট্রেনে ভিড় বেশি থাকায় খোলা দরজার মাঝে চুল আটকে গিয়েছিল তার।

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট