চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক ডোজ টিকা নিলেই মিলছে সৌদি প্রবেশের অনুমতি

সৌদি আরব সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ

মহামারী করোনাভাইরাসের এক ডোজ টিকা নিলেই বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবেশের অনুমতি মিলছে সৌদি আরবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ঘোষণা অনুযায়ী আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। এর আগের দিনই করোনার নতুন ধরণটি নিয়ে শঙ্কার মুখে আফ্রিকার সাতটি দেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি আরব সরকার। তবে নতুন নির্দেশনায় ফ্লাইট স্থগিতের বিষয়ে কিছু বলা হয়নি।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, করোনাী টিকার একটি ডোজ নেওয়া থাকলেই ৪ ডিসেম্বর থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে সৌদি আরবে ঢোকার অনুমতি মিলবে। তবে দেশটিতে ঢোকার পর তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট