চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

১৫ মিনিটেই শনাক্ত হবে করোনা!

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২১ | ২:০০ অপরাহ্ণ

ক্যামব্রিজভিত্তিক রোবোসায়েন্টিফিকের একদল ব্রিটিশ বিজ্ঞানী ‘করোনা এলার্ম’ নামে একটি ডিভাইস আবিষ্কার করেছেন। যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই শনাক্ত হবে করোনা।

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) ও দারহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এ ডিভাইসটি আবিষ্কার করেছে।

এ ডিভাইসটি দিয়ে আঙ্গুলেছাপের গন্ধ থেকেও ৯৮-১০০ ভাগ নির্ভুলভাবে করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব বলে দাবি করেন ওই বিজ্ঞানীর দল।   
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ আরও পরীক্ষা-নিরীক্ষা করে মতামত জানানোর পর এ বছরের শেষের দিকে এ অত্যাধুনিক করোনা শনাক্তকরণ ডিভাইসটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

একটি করোনাভাইরাস মনিটরের মূল্য হতে পারে ৫ হাজার পাউন্ড বা ৭ হাজার ৫০ মার্কিন ডলার।

বিজ্ঞানীরা বলছেন, বাজারে যে সব ডিসপোজেবল টেস্টিং কিট আছে- তার চেয়ে অনেক কম খরচ পড়বে এ ডিভাইস দিয়ে করোনা শনাক্ত করতে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট