চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাইকে আজান নিষিদ্ধ: মুসলিমদের পক্ষে রায় জার্মান আদালতের

মাইকে আজান নিষিদ্ধ: মুসলিমদের পক্ষে রায় জার্মান আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ

জার্মানির একটি শহরে মাইকে আজান নিষিদ্ধের মামলায় জয় পেয়েছেন সেখানকার মুসলিমরা। জানা গেছে, স্থানীয়রা মাইকে আজান দেয়া নিষিদ্ধ করার দাবিতে মামলা করেন। জার্মান আদালত টানা পাঁচ বছরের আইনি লড়াই শেষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি খারিজ করে দিয়েছেন। মামলায় জয়ের ফলে এখন থেকে শহরটিতে মাইকে আজান দিতে আর কোনও নিষেধাজ্ঞা থাকল না। খবর আল জাজিরা’র।

রায় ঘোষণায় বিচারক বলেন, প্রতিটি সমাজকে অন্যরাও ধর্মীয় চর্চা করবে এটা অবশ্যই মানতে হবে। ধর্মচর্চায় কাউকে জোর করা না করা পর্যন্ত অভিযোগ জানানোর কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ওর-এরকেনশিক শহরের বাসিন্দারা ২০১৫ সালে আজানের সময় মাইক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আজানের শব্দে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে এমন একটি অভিযোগ ছিল মসজিদ থেকে ৯০০ মিটার দূরে বসবাসকারী একটি পরিবারের। কিন্তু পাঁচ বছর আইনি লড়াইয়ে পরিবারটির এ দাবি খারিজ করে মুসলমানদের পক্ষে রায় দেয় জার্মান আদালত।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট