চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আসিয়ার মতো বিচার চাইছেন আরও ৪০ জন

২১ মে, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

ধর্মদ্রোহের অভিযোগে মৃত্যুদ- পেলেও আসিয়া পাকিস্তানের সুপ্রিম কোর্টে মুক্তি পান। এক দশকের কাছাকাছি সময় মৃত্যুদ-ের বিরুদ্ধে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত এ মাসে কানাডা চলে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। আসিয়ার যুদ্ধে আপাতত দাড়ি পড়লেও যে ক’জনের কথা ফের সংবাদমাধ্যমে এসেছে, ওঁদের সামনে এখনও বড় প্রশ্নচিহ্ন। ওঁদের নিয়ে মোট ৪০ জন এখন কারাগারে। ধর্মদ্রোহের অভিযোগে কেউ সাজা পেয়েছেন, কারও শাস্তি ঘোষণা সময়ের অপেক্ষা। সাজাপ্রাপ্তদের অনেকেই পেয়েছেন যাবজ্জীবন কারাদ-। বাকিরা আসিয়ার মতোই মৃত্যুদ- পেয়েছেন। পাকিস্তানে এখনও পর্যন্ত কাউকে ধর্মদ্রোহের অভিযোগে ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু মৃত্যুদ- ঘোষণার পরে অনেকেই পাল্টা আবেদন জানিয়ে একা কুঠুরিতে পৌঁছে গিয়েছেন, আসিয়ার মতো এখন তাঁদের অপেক্ষা কবে আর্জি শুনবে আদালত। [ছবি : আসিয়ার মুক্তিতে বড় ভূমিকা রেখেছে এ আন্দোলনকারীরা]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট