চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উচ্চ রক্তচাপের রোগীরাই সহজে করোনায় আক্রান্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২১ | ১২:৪৮ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভোগা রোগীরাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি চট্টগ্রামে করোনায় আক্রান্ত দেড় হাজার রোগীকে নিয়ে চিকিৎসকদের এক গবেষণায় এমন তথ্য হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও পাওয়া যায়। গবেষণায় বলা হয় করোনায় কোভিড ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুমের আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি রোগীই নেতৃত্বে একদল চিকিৎসক। গত ৬ মাস ধরে উচ্চ রক্তচাপে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। যারা করোনায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫৩০ জনের সহজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। নমুনা সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন করেন। গবেষণাটি পরিচালনা করেন চট্টগ্রাম জেনারেল

 চিকিৎসকরা। তাতে দেখা যায়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চ রক্তচাপের রোগীরাই সংক্রমিত হচ্ছেন। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা। এরমধ্যে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা ২৩ শতাংশ আর ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ শতাংশ। এ প্রসঙ্গে ড. আবদুর রব মাসুম বলেন, করোনায় আক্রান্ত যারাই হচ্ছেন, তাদের ইতিহাস খুজে দেখা যায়, তারা দীর্ঘমেয়াদী কোন না কোন রোগে ভুগছেন। এরমধ্যে আমাদের গবেষণায়ও এমনটি ওঠে আসে।

যেখানে দেখা যায়, আক্রান্ত জনগোষ্ঠীর অনেকেই আগে থেকে উচ্চ রক্তচাপ (২৩%), ডায়াবেটিস (১৫%), শ্বাসতন্ত্রের জটিলতা (৯%), হৃদরোগ ইত্যাদি দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিল। যারা কোভিড থেকে সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পরে তাদের প্রায় ৫৭% এর কোন না কোন উপসর্গ দীর্ঘদিন যাবৎ বিদ্যমান ছিল। তন্মধ্যে শারীরিক দুর্বলতা, ব্যথা, দুশ্চিন্তা, অবসাদ, কাশি, চুল পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ উল্লেখযোগ্য। এমন বাস্তবতায় আজ সোমবার (১৭ মে) পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২১। এবারের প্রতিপাদ্য ‘আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ। করুন এবং নিয়ন্ত্রণে রাখুন দীর্ঘদিন।’

 ওয়ার্ল্ড হাইপারটেশন লিগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে নানা আয়োজনে এই দিবস পালন করে আসছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উপলক্ষে তেমন কোন কর্মসূচি থাকছে না। তবে অনলাইনে ভার্চুয়াল ভাবেই পালিত হচ্ছে দিবসটি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট