চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বর্ষায় সুস্থ থাকতে সচেতন হোন

স্বাস্থ্য ডেস্ক

২৭ জুন, ২০১৯ | ২:০৩ অপরাহ্ণ

গ্রীষ্মের অসহ্য তাপদাহের পর স্বস্তি নিয়ে আসে বর্ষা। স্বস্তির এই সময়ে কিছুটা বেখেয়ালি হলেই লেগে যেতে পারে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া, ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, পেটের সমস্যা, ইনফেকশন, জন্ডিসের মত পানিবাহিত  রোগ।

এই সময়ে সুস্থ থাকতে আপনাকে মেনে চলতে হবে বেশকিছু বিষয়

প্রথমত, বৃষ্টি বা বন্যার পানিতে ভিজলে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত-পা ধুয়ে নিতে হবে।

দ্বিতীয়ত, শিশুদের বন্যার পানিয়ে খেলতে না দেওয়া

তৃতীয়ত, খাওয়ার আগে শিশুদের হাত ভালোভাবে ধোওয়া।

বর্ষার সময় বেড়ে যায় মশার উপদ্রব। এর ফলে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি দেখা দেয়। এ কারণে ঘর ও আশেপাশে যাতে মশা জমতে না পারে সেজন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে

১.ঘরের ভেতরে কোনো স্থানে যাতে মশা বংশবিস্তার করতে না পারে সেজন্য ঘরের ভেতরে পরিষ্কার রাখতে হবে।

২. ঘরে পোষা প্রাণী থাকলে কয়েকদিন পর পর গরম পানি দিয়ে গোসল করান।

৩. শোওয়ার সময় অবশ্যই মশারি ব্যবহার করা।

৪. বড় হাতার জামা, ফুল প্যান্ট পরিধান করা।

৫. ঘরবাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা।

এর পাশাপাশি বর্ষায় ঘন ঘন বৃষ্টিতে ভেজা থেকে নিজেকে বিরত থাকা, রোগ প্রতিরোধের জন্য ভিটামিন সি-এর পরিমাণ বাড়ানো, বৃষ্টিতে ভিজলে বাড়িতে এসে গোসল করে নেওয়া, গরম পানি পান করা, বৃষ্টি থেকে সুরক্ষা পেতে ছাতা বা রেইনকোর্ট ব্যবহার করা।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট