চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

পুঁজিবাজারে সূচক পতনে সপ্তাহজুড়ে হতাশা

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৩২ পূর্বাহ্ণ

কোনোভাবেই যেন পতন থামছে না পুঁজিবাজারে। সদ্য শেষ হওয়া সপ্তাহ জুড়েও অব্যাহত ছিল পতন। এই সময়ে বাজার মূলধন কমেছে ৫ হাজার কোটি টাকারও বেশি। কমেছে সব ধরনের সূচক। এতে হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের।

 

বিনিয়োগকারীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে সুদিন ফিরবে বলে আশা করেছিলেন। ৫ আগস্টের পর পর সূচকের বড় উত্থান তাদের আশা আরও বাড়িয়ে দেয়। কিন্তু সপ্তাহ খানেক পরই উল্টোপথে হাঁটতে শুরু করে সূচক। কমতে কমতে এক পর্যায়ে সাড়ে চার বছরে সর্বনিম্ন অবস্থানে নেমে যায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স। এরমধ্যে নতুন বছরে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করেছিলেন তারা।

 

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামের এক বিনিয়োগকারী বলেন, বাজারে তো দীর্ঘদিন নানা অনিয়ম দুর্নীতি হয়েছে। সেসব সবাই জানে। লোক দেখানো নানা উদ্যোগ নিলেও তাই বাজার নিয়ন্ত্রণে কাজে আসেনি। কিন্তু এখন কী হচ্ছে? আমরা তো আশা করেছিলাম ঘুরে দাঁড়াবে সবকিছু। সদ্য শেষ হওয়া সপ্তাহে লেনদেন হয়েছে পাঁচদিন। এই পাঁচদিনই সূচকের পতন ঘটেছে দুই পুঁজিবাজারে।

 

দুই পুঁজিবাজারের সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি সূচকের পাশাপাশি টান পড়েছে মূলধনেও। সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স ৬০ দশমিক ৫০ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৩৩ দশমিক ৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৮৯৪ দশমিক ২৭ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১১ দশমিক তিন পয়েন্ট কমে এক হাজার ১৫০ দশমিক ৬৩ পয়েন্টে নেমেছে। এই সময়ে ডিএসই’র বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকা।

 

এই সময়ে ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশগ্রহণ করে দাম শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯ টির, কমেছে ২৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন অব্যাহত ছিল সপ্তাহজুড়ে। তবে সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ও সিএসআই একদিন বেড়েছে। সপ্তাহ শেষে সিএএসপিআই ১০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৫১ দশমিক ৯১ পয়েন্টে, সিএসসিএক্স ৬৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৮ দশমিক ৩৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৫৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১১ হাজার ৭৫৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে।

 

এর বাইরে সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে এক হাজার ৯৬ দশমিক ৩৬ পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ৫৫ পয়েন্ট কমে ৯৩৪ দশমিক ৫৯ পয়েন্টে নেমেছে। সিএসইতেও সূচকের পাশাপাশি কমেছে বাজার মূলধন। ১২ থেকে ১৬ জানুয়ারি সময়ে সিএসই’র বাজার মূলধন কমেছে ২ হাজার ১৯৪ কোটি ৩০ লাখ টাকা। দুই পুঁজিবাজার মিলিয়ে মোট মূলধন কমেছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট