চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সবজির দামে তারতম্য, স্থিতিশীল মাছের বাজার

২৮ জুন, ২০১৯ | ৬:৫১ অপরাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি বাজার, বহদ্দারহাট, চকবাজার, রেয়াজউদ্দীন বাজার, কর্ণফুলী কাঁচাবাজার ও বকশিরহাটে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে সবজি।কাঁচাবাজারগুলোতে সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে ।

তবে পাইকারি বাজার হিসেবে পরিচিত রেয়াজউদ্দীন বাজারে শসা ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪৫ টাকা, বরবটি ৫০ টাকা, তিতকরলা ৭০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, চিচিঙ্গা ৫৫ টাকা, পটল ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, ছোট কচু ৫০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবজির সরবরাহও যথেষ্ট রয়েছে।

খুচরা বিক্রেতারা জানান, পাইকারিতে সবজি কিনে পরিবহনসহ আনুষঙ্গিক খরচ তুলতে সবজির দাম বড় বাজার থেকে ৫-১০ টাকা বেশি রাখতে হচ্ছে।

তবে মাছের বাজার এখনো স্থিতিশীল আছে। গত সপ্তাহের মতো দামেই বিক্রি হচ্ছে মাছ। দেশি রুইমাছ ৩শ’ টাকা, কাতাল মাছ সাড়ে ৩শ’ টাকা, তেলাপিয়া ১৩০-১৪০ টাকা, পাঙ্গাস ১১০-১৩০ টাকা, মাগুর ৩শ’ টাকা, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১শ’-১২শ’ টাকা, ছোট ইলিশ ৭৫০-৮শ’ টাকা, সরপুটি ২৫০ টাকা, কই মাছ ২শ’ টাকা, ছোট শিং মাছ ৪শ’-৫শ’ টাকা, রূপচাঁদা ৬৫০-৭শ’ টাকা, সুরমা ৪৫০ টাকা, লাল কোরাল ৫শ’ টাকা, চিংড়ি আকারভেদে ৪শ’-৮শ’ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগীর দাম কেজিপ্রতি ১০ টাকা কমে এখন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগী বিক্রি হচ্ছে কেজি ২৪০-২৫০ টাকা, দেশি মুরগী ৪শ’ টাকা, কক মুরগী কেজি ২৫০ টাকা।

এছাড়া গরুর মাংস সাড়ে ৬শ’ থেকে ৭শ’ টাকায় বিক্রি হচ্ছে এবং ছাগলের মাংস প্রতিকেজি ৭৫০ টাকা।

ময়মী/পূর্বকোণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট