চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কর দিতে শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০১৯ | ৮:৩৬ অপরাহ্ণ

চলতি ২০১৮-১৯ অর্থবছরের শেষ দিন আগামী ৩০ জুন। এর আগের দুইদিন সাপ্তাহিক ছুটি। তাই চলতি অর্থবছরের আয়কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের সুবিধার্থে আগামী ২৯ জুন শনিবার ব্যাংক খোলা থাকবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব তফসিলী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ শনিবার খোলা রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।
বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/ সাইফুল

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট