চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাসুম রেজার চিত্রনাট্যে সাইফ চন্দনের সিনেমা

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:১৫ পূর্বাহ্ণ

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত কাহিনিকার, চিত্রনাট্যকার এবং বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার মাসুম রেজা। ‘মেঘলা আকাশ’, ‘মোল্লা বাড়ির বউ’ ও ‘বাপজানের বায়স্কোপ’ সিনেমার কাহিনিকার তিনি। তিনটি সিনেমাই প্রশংসিত ও জনপ্রিয়।

বিশেষ করে ২০০৫ সালের সিনেমা ‘মোল্লা বাড়ির বউ’ ছিলো বাম্পার হিট একটি চলচ্চিত্র। আর ‘বাপজানের বায়োস্কোপ’ ছবি দিয়ে সেরা কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন মাসুম রেজা। সিনেমার চিত্রনাট্যে সফল এই চিত্রনাট্যকার আবারও ফিরেছেন বড় পর্দায়। সম্প্রতি লিখেছেন ‘মন্ত্র’ নামের চলচ্চিত্রের চিত্রনাট্য। এ ছবি পরিচালনা করবেন তরুণ প্রজন্মের নির্মাতা সাঈফ চন্দন।

আর বি এস টেক লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। সম্প্রতি ‘মন্ত্র’র কাহিনী ও চিত্রনাট্যকার মাসুম রেজা, প্রযোজক শামসুজ্জামান রিমন ও পরিচালক সাইফ চন্দনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ছবির নায়ক-নায়িকা হিসেবে কাকে দেখা যাবে সেটি এখনো নিশ্চিত নয়। খুব শিগগিরই প্রধান চরিত্রসহ ছবির শিল্পী কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে বলে জানান নির্মাতা সাইফ চন্দন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট