চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাত বছর পর ‘ষোল থেকে তেইশ’ নিয়ে ফিরছে ব্যান্ড ‘দ্যা ট্রি’

বিনোদন ডেস্ক

১৪ জুন, ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ

২০১৬-তে প্রকাশ পেয়েছিল ব্যান্ডদল ‘দ্যা ট্রি’র প্রথম এলবাম ‘এই শহর থেকে’। সেই সাফল্যে এই সাত বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আরও বিকশিত হয়েছে ব্যান্ডটি। ভক্তদের হৃদয়েও জায়গা করে নিয়েছে সুনিপুণ ভাবে। সেই ভক্তদের ভালোবাসায় আরও শক্তিশালী হয়েছে ‘দ্য ট্রি’র শিকড়।

এই দীর্ঘ সময়ের তারা আরও ৩টি একক গান, লাইভ কনসার্ট ও কিছু টিভি শো’ও করেছে। তাদের জনপ্রিয় গান ‘অন্য আলোয়’ শীঘ্রই ইউটিউবে ১ মিলিয়ন ভিউজ ছুঁতে যাচ্ছে।

সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে তাদের অত্যন্ত প্রত্যাশিত দ্বিতীয় এলবাম ‘ষোল থেকে তেইশ’।

‘ষোল থেকে তেইশ’ ভক্তদের জন্য একটি আবেগপূর্ণ যাত্রা৷ এলবামের গান গুলো প্রতি মাসে একটা একটা করে রিলিজ করা হবে।

আগামী ১৫ জুন এলবামের প্রথম গান ‘কবি’ প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউব স্পটিফাইসহ বিশ্ব জুড়ে সকল মেজর প্ল্যাটফর্মে।

এলবাম প্রসঙ্গে ভোকালিস্ট জাহেদ বলেন, কবি গানটা রুপক অর্থে আমরা একটি প্রতিবাদী চরিত্রকে ব্যবহার করেছি। যাকে আহবান করা হয় সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রতিবাদের চর্চা করার।’

ব্যান্ডটির বর্তমান লাইনআপ : গিটার, ভোকাল, গীতিকার ও সুরকার- জাহেদ, গিটারে লাবিব, পিয়ানো ও ব্যাক ভোকালে সামিত, বেজ গিটারে সর্বজিৎ ও ড্রামসে আবিদ। গানগুলো তাদের নিজস্ব চ্যানেলে (youtube.com/@thetreebd) পাওয়া যাবে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন