চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

গরম চা’য়ে দগ্ধ বাংলাদেশি শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৯ | ৭:৪০ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে গরম চা ভর্তি পাত্র পড়ে শরীর ঝলসে যাওয়ায় একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত তিনদিন ধরে হাসপাতালে জীবনের সাথে লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

পুলিশ জানায়, শিশুটির গরম চা’য়ে শরীরের ৩৩ শতাংশ ঝলসে গিয়েছিল। এ তথ্য নিশ্চিত করেছে গাল্ফ নিউজ।

খবরে বলা হয়, গত ৮ই অক্টোবর তার শরীরে গরম চা পড়ে। তার পরিবার আল কাদিস্যিয়াহ এলাকার বাসিন্দা। ঘটনার দিন, ঘরের বাইরে খেলছিল শিশুটি। রান্নাঘরে তার মা একটি বড় পাত্রে চা তৈরি করছিল। শিশুটি খেলা শেষে দৌড়ে রান্নাঘরে ঢুকতে গেলে এই ঘটনা ঘটে।

দরজার ওপাশে মায়ের উপস্থিতি লক্ষ্য না করে তাড়াহুড়ো করে দরজা খুলে ফেলে সে। এ সময় মায়ের হাত থাকা গরম চায়ের পাত্রটি তার ওপর পড়ে গেলে গুরুতরভাবে আহত হয় সে। মাথা, ঘাড় ও তলপেটে অনেকাংশ ঝলসে যায়।

দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ আল কুয়াইতি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আল কাসিমি হাসপাতালে প্রেরণ করা  হয়। সেখানেই ১১ই অক্টোবর মৃত্যু হয় তার।

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন