চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার শনিবার বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন

বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইন সংবাদদাতা

১ জুন, ২০২৫ | ১১:৪৪ অপরাহ্ণ

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার শনিবার (১ জুন) রিফা প্রাসাদে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

 

রাষ্ট্রদূত বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন শ্রমবাজার উন্মোচন এবং ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সহজীকরণের জন্য বিশেষভাবে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানান।

 

পরিশেষে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। বৈঠকে রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের শ্রম কাউন্সিলর ও দূতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট