সৌদি আরবের মদিনায় হজ পালন করতে গিয়ে মো. অহিদুর রহমান (৭২) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে মক্কায় ৩ ও মদিনায় ৪ জন মারা যান।
নিহত অহিদুর রহমান চট্টগ্রার জেলার সন্দীপ থানার বাসিন্দা।
তার পাসপোর্ট নম্বর- এ ০৩৮১৬৩৯২।
আজ শুক্রবার মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আজ সকাল পর্যন্ত ৪৭ হাজার ৪২০ হাজি সৌদি আরবের মক্কা-মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থপনায় ৪২ হাজার ৮৩৭ জন। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পূর্বকোণ/এএইচ