চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে কোভিড আইনে শিথিলতা

ইউএই প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২২ | ৯:০৩ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটায় কোভিড প্রটোকলের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়া হয়।

ইউএই’র দ্য ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি বলেছে, গত ২২ জানুয়ারি করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট এর দৈনিক শনাক্তের পরিমাণ ৩০০০ হতে তা ক্রমশঃ নেমে গতকাল সোমবার ১ হাজার ২৬৬ তে ঠেকেছে এবং একই দিন ২ হাজার ৫১৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।

পরিস্থিতির ক্রমশ উন্নতি হওয়ায় এর আগে ৯ ফেব্রুয়ারি সরকার কিছুটা কোভিড শিথিলতা ঘোষণা করে। এবার নতুন ঘোষণায় আরো কিছু শৈথিল্য আনা হয়েছে। যা নিম্নরূপঃ

সামাজিক অনুষ্ঠানঃ

সামাজিক অনুষ্ঠানাদি যেমন, বিবাহ, শেষকৃত্য ও অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে এখন থেকে হল বা অডিটোরিয়ামের ধারণ ক্ষমতার সমপরিমাণ উপস্থিতি অনুমোদন করা হবে।তবে দেশটির প্রতিটি সামাজিক অনুষ্ঠানে কি পরিমাণ উপস্থিতির অনুমোদন দেবেন তা কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

সিনেমা/থিয়েটারঃ

মঙ্গলবার থেকে তাদের ধারণক্ষমতার পুরোটাই ব্যবহারের সুযোগ পাবে সিনেমা থিয়েটারগুলো। তবে কর্তৃপক্ষ চাইলে হলের আসনক্ষমতার সমপরিমাণ দর্শক গ্রহণ করতে পারবেন আবার বিধিবদ্ধতাও রাখতে পারবেন।

খেলাধুলার ভেন্যুঃ

স্টেডিয়ামগুলো তাদের ধারণক্ষমতার শতভাগ ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে আল হোসন গ্রীন পাস প্রটোকল মানতে হবে কিংবা স্টেডিয়ামে ঢোকার সময় ৯৬ ঘন্টা মেয়াদের কোভিড পিসিআর টেস্টের রেজাল্ট দেখাতে হবে।

প্রার্থনার স্থানঃ

মসজিদ, চার্চ কিংবা অন্যান্য উপাসনালয়ে এখনো এক মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ফেব্রুয়ারিতে কোভিড পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ শেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন প্রার্থনার স্থানে সামাজিক দূরত্ব বজায় থাকবে কি থাকবে না।

তবে আমিরাত কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ওয়াকালাত আনবা আল ইমারাত জানিয়েছে, এখনো নাগরিকদের নিজ নিজ সতর্কতার জন্য মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন