চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নৈতিক মূল্যবোধে সুনাগরিক গঠনে আদর্শ বিদ্যালয়

আবরার জাহিন

৯ ডিসেম্বর, ২০১৯ | ৩:৩১ পূর্বাহ্ণ

বিশ্বায়নের এ যুগে মানসম্মত, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা দান করে শিশুদের আগামী দিনের কর্ণধার হিসেবে গড়ে তোলাই সবার একমাত্র লক্ষ্য। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে কাঙ্খিত ফল লাভ ও উন্নতির পথে সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কৌশলভিত্তিক পড়ালেখাকে আরো গতিময় ও প্রাণবন্ত করে তুলতে চকবাজার, কে বি আমান আলী রোডে কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয় যা বর্তমানে চট্টগ্রামে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। স্কুল নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর খায়রুজ্জামান জানান শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড অনুমেদিত আদর্শ এই বিদ্যালয়ের উল্লেখযোগ্য নানা বৈশিষ্ট সম্মন্ধে।

শিক্ষক ম-লী : মানসম্মত শিক্ষাদানের জন্য মেধাবী, দক্ষ, পরিশ্রমী ও প্রশিক্ষিত
শিক্ষক-শিক্ষিকার বিকল্প নেই। উন্নত বিশ্বের আধুনিক শিক্ষাপদ্ধতিরর অনুকরণে নিয়মিত বিষয়ভিত্তিক ডড়ৎশংযড়ঢ় ও চৎধপঃরপব
ঞবধপযরহম সহ আধুনিক পদ্ধতি, নবতর কলাকৌশল প্রয়োগ করে পাঠদান সহজতর, আকর্ষণীয় ও বিজ্ঞানসম্মত করার জন্য গঠনমূলক সমালোচনার মাধ্যমে এবং মাস্টার ট্রেইনার দ্বারা সৃজনশীল ট্রেনিং প্রদান করে শিক্ষকদের দক্ষতা ও কৌশল উত্তরোত্তর বৃদ্ধি করা হয়।
পাঠদান পদ্ধতি : বর্তমান শিক্ষা সম্পূর্ণ প্রাইভেট ও কোচিং নির্ভর। এই কঠিন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি বিষয়ে পাঠ দান করা হয়। ৮ম, ৯ম এবং ১০ম শ্রেণীতে প্রতিদিন প্রথম ২০ মিনিট পূর্ববর্তী দিনের পড়ার উপর পরীক্ষা নেয়া হয়। ফলে বাসায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে পড়া শিখতে হয়। আবার শ্রেণীর পঠিত বিষয়ের উপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব।
নানা শিক্ষা উপকরণের সাহায্যে আনন্দময় পরিবেশে ক্লাসের পড়া মুখস্থ করে আদায় করা হয়। ক্লাসে যা বোঝা যায়নি সে বিষয়গুলো পুনরালোচনা করা হয়। শিক্ষার্থীদের প্রাইভেট কোচিং এবং গাইড বই এর উপর নির্ভরতা দূর করতে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর মানসম্মত হ্যান্ডনোট ও লেকচারশীট প্রদান করা হয়। ফলে আমাদের স্কুলে উপস্থিতির হার প্রায় শতভাগ।
প্রজেক্টরের মাধ্যমে পাঠদান : বর্তমানে মুক্তবাজার অর্থনীতির বিশাল প্রভাবে তথ্য প্রযুক্তির সমান্তরালে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে অত্র প্রতিষ্ঠান বদ্ধপরিকর। তাই প্রযুক্তি নির্ভর

আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্য হাই সেকশনগুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা একটি শিক্ষাবান্ধব পরিবেশে দ্রুত পাঠ আত্মস্থ করতে পারে।
কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার : প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ও নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হলে কম্পিউটার জ্ঞান এর বিকল্প নেই। যার ফলস্বরূপ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীকে কম্পিউটার জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য আমাদের রয়েছে অনলাইন সুবিধাসম্বলিত
আধুনিক সুসজ্জিত ও সমৃদ্ধ কম্পিউটার ল্যাব। বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত ও
আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ রসায়ন,জীব এবং পদার্থ বিজ্ঞান ল্যাব ।
ডে-কেয়ার ব্যবস্থা : কর্মব্যস্ত অভিভাবক ও নিয়ন্ত্রণহীন সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন
অভিভাবকের সন্তানদের গতিশীল, সমৃদ্ধ ও

সুনিয়ন্ত্রিত লেখাপড়ার জন্য অত্র প্রতিষ্ঠানে আছে সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত ডে-কেয়ারের ব্যবস্থা। যেখানে তাদের ধর্মীয় অনুশাসন, স্কুলের যাবতীয় লেখপড়া পুনরায় প্রাইভেট টিচারের মাধ্যমে বিষয় ভিত্তিক শেখানো ও আদায় করার ব্যবস্থাসহ মানসম্মত টিফিন, দুপুরের খাবার ও ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা থাকবে।
আবাসিক ব্যবস্থাপনা : এ প্রসঙ্গে অধ্যক্ষ আবু বকর সিকদার বলেন, ‘উন্নত ভবিষ্যতের জন্য সুশৃঙ্খল জীবনের বিকল্প নেই। তাই, শৃঙ্খলা ও পারিবারিক আবহের সমন্বয়ে আমরা আবাসিক শিক্ষার্থীদের জন্য বন্দোবস্ত করেছি উন্নত শিক্ষাপদ্ধতি, নিয়মানুবর্তিতা প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতার জন্য মাসিক হেলথ চেক আপ, নিয়মিত ব্যায়াম, মুসলিম শিক্ষার্থীর জন্য নামাজ ও কোরআন শিক্ষা, অন্য ধর্মাবলম্বীদের স্ব-স্ব ধর্মীয় অনুশাসন, চিত্ত বিনোদনের জন্য ইনডোর ও আউটডোর গেমস এবং ত্রৈমাসিক দর্শনীয় স্থান পরিদর্শন। সার্বক্ষণিক শিক্ষকম-লী ও বিষয়ভিত্তিক শিক্ষকদের দ্বারা কোচিং ক্লাস পরিচালনার মাধ্যমে পরিচালিত হবে শিক্ষার্থীর ভবিষ্যত বিনির্মাণের পথ নির্দেশক এই আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা।’
সহ পাঠক্রমিক কার‌্যাবলী : ছাত্র ছাত্রীদের

মানসিক প্রবৃদ্ধির জন্য বিনোদনমূলক কর্মকান্ডের ভূমিকা অনস্বীকার্য। তাদের সামগ্রিক বিকাশ এবং সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে সঙ্গীত, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ, শিক্ষা সফর, আবাসিক ছাত্রদের আউটিং, ক্লাস পার্টিসহ জাতীয় দিবস সমূহের সাড়ম্বর আয়োজন।

এইভাবেই শিশুদের বোধগম্য পদ্ধতিতে আন্তরিক পাঠদান, প্রযুক্তিভিত্তিক শিক্ষাধারা, কঠোর শৃঙ্খলায় সু-ব্যবস্থাপনার মাধ্যমে বিগত এক যুগ ধরে চট্টগ্রামবাসীর আস্থা ও নির্ভরতা অর্জনে সক্ষম হয়েছে এবং প্রতি বছর বেসরকারী বৃত্তি পরীক্ষায় প্রচুর ছাত্র-ছাত্রীর বৃত্তি লাভ এবং ২০১৯ সালের পিইসিই ও জেএসসি পরীক্ষায় এবং ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক এ+ সহ শতভাগ পাশ করার কৃতিত্ব অর্জন করেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে কেবি আমান আলী রোড , চকবাজার এই ঠিকানায় এবং ০১৯১৭-৭০৬৩১১, ০১৮৪৮-৩৪৩৮৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট