চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

শুরু হল ‘শেয়ারিং হ্যাপিনেস ৪.০’ এর প্রথম পর্ব

বিজ্ঞপ্তি

২৩ মার্চ, ২০২৪ | ১০:৩৫ অপরাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ভলান্টিয়ার্সের উদ্যোগে আয়োজিত ‘শেয়ারিং হ্যাপিনেস ৪.০’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং মাঠে এটি অনুষ্ঠিত হয়।

 

পিসিআইইউ ভলান্টিয়ার্সের কো অর্ডিনেটর ওসমান গণি এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের মাধ্যমে দুই অসহায় নারীকে দুটি সেলাই মেশিন বিতরণ ও সড়ক দুর্ঘটনায় আহত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র হ্লামংসিং মারমাকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পিসিআইইউ ভলান্টিয়ার্সের লিডার মোহাম্মদ আবদুল আহাদ এবং ফাহমিদা কাদের নওরিন, কো-লিডার মোহাম্মদ তাফসীরুল সামি, ওমেন রিপ্রেজেন্টেটিভ শ্যামলী আক্তার সোনালীসহ বিভিন্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভগণ।

 

এদের মধ্যে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মো. জুনায়েদ হোসাইন, ল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ জাহেদুল ইসলাম শাওন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ কাজী মো. আমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মো. ইসতিয়াক ইবনে আজগর, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মুজতাহিদ হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ শ্রীশান্ত মহাজন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ ঋদিকা দাশ তন্বী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ শারমিন আক্তার ও ইংলিশ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ তানজিনা আক্তার।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট