চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়কপথে মৃত্যুর মিছিল আর নয়

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৬ পূর্বাহ্ণ

মৃত্যু চিরন্তন সত্য। তার মানে এই নয় যে, যত্রতত্র সে মারা যাবে কতিপয় মানুষের অবহেলা, অযোগ্যতা, অদূরদর্শিতার ফলে। কিন্তু আমরা তাই দেখতেছি। বলতে গেলে এমন একটা দিন যাচ্ছে না যেদিন গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু-কিশোর, ছাত্র-শিক্ষক, বর-কনে, যাত্রী-ড্রাইভার এবং পথচারী মারা যাচ্ছে না। এই সড়কপথ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অকালে কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। আমরা হারাচ্ছি অনেক মেধাবী মানুষ। এই সড়কে আমরা হারিয়েছি দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শিল্পী আইনুদ্দীন আল আজাদ, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ গুরুত্বপূর্ণ আরো অনেককে, যাদের শূন্যতা পূরণ করার মত নয়।

ব্যতিক্রম কিছু ঘটনা ছাড়া আমরা আর প্রতিবাদও করছি না এখন। কারণ,আমাদের বিবেক মরে গেছে অথবা ঘটনাগুলো নিত্যদিন ঘটে যাওয়াতে তা আমাদের কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু এভাবে আর কত স্বপ্ন অকালে ঝরে যাবে? কত পরিবার নিমিষেই নিস্তেজ হয়ে যাবে? কোনভাবে কি সড়কে মৃত্যুর মিছিল থামানো যাবে না? আমরা এমন অনাকাক্সিক্ষত মৃত্যুর মিছিল আর দেখতে চাই না। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

জাহেদুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট