চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিকশিত হোক সুস্থ সংস্কৃতি

২৯ নভেম্বর, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

পরচর্চা একটি সামাজিক ব্যাধি। হাদিসে রয়েছে পরশ্রীকাতর ব্যক্তি কখনো উন্নতি লাভ করতে পারে না। পৃথিবীর যে কোন দেশে সমাজ একটি আলোকিত দর্পণ। সমাজ থেকে মানুষ যাবতীয় শিক্ষা পেয়ে থাকে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে মানুষের সামান্য ত্রুটি দেখলে পাড়াময়, দেশময় রটায়। পক্ষান্তরে সমাজে যখন কিছু মানুষ ভাল কাজ করে যায় তাদের কোন মূল্যায়ন হয় না। সে মানুষগুলোর ভালো দিকগুলো রটাতে দেখা যায় না। সমাজে যারা জুলুমবাজ, শোষণকারী, মানুষের প্রতি অন্যায়, অবিচার করে ধর্মের নাম দিয়ে ধর্মের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদী ব্যক্তি কিংবা কোনো সংগঠন প্রতিবাদ করলে তাদের পক্ষে লোক দাঁড়াতে দেখা যায় না। অন্যদিকে বাজে লোকের পক্ষে কথা বলার জন্য দালাল, চামচা, অসাধু প্রকৃতির লোকের অভাব নেই। কেননা এরা তাদের পক্ষে দালালী, চামচামী করলে পকেট ভর্তি টাকা আসে।

আমাদের সমাজ থেকে এ ধরনের নোংরা সংস্কৃতি পরিহার করা উচিত। এসব কর্মকা-ের কারণে সমাজে হিংসা-বিদ্বেষের সূত্রপাত ঘটে। সমাজের কুৎসিত এ ধ্বংসাত্মক মনোভাবের আগ্রাসন থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমাদের ভালকে ভালো বলা এবং ভালো কাজকে মূল্যায়ন করা শিখতে হবে। তবে সমাজ হতে দেশ থেকে অন্ধকারের কালো দূর হবে।

আফছার উদ্দিন লিটন
লেখক, সাংবাদিক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট